Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবো,আর কিভাবে বেশি বেশি ইনকাম হবে?

 ইউটউব থেকে ইনকাম করার উপায় 

ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবো,আর কিভাবে বেশি বেশি ইনকাম হবে?

হ্যালো বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই। অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এ বিষয়ে আগে পোস্ট লিখেছি। এখন বলব  ইউটিউব থেকে কিভাবে টাকা আয়  করা যায়। একদম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন। কোন টাকা খরচ করতে হবে না। অনেকে আছেন যারা একটু পরিশ্রম করে টাকা আয় করতে চান ,তারা এই পোস্টটা মনোযোগ দিয়ে পড়বেন। আশা করা যায় ,সফল হবেন। বর্তমানে টাকা আয় করার  ভালো প্লাটফর্ম হল এটি। 

যদি অনলাইন প্লাটফর্ম এর কথা বলা হয় তবে  অনেক কিছু  রয়েছে, যার মাধ্যমে টাকা ইনকাম করা যায় । যেমন আপনি ব্লগিং করতে পারেন,আবার অ‍্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন, ফ্রিল্যান্সিংও করা যায়। তবে   সবচাইতে জনপ্রিয় হচ্ছে  ইউটিউব আর ব্লগিং এর মাধ্যমে । এখন প্রশ্ন হলো ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবো। 

ইউটিউব এমন এক ধরনের মাধ্যম যেখানে যে কেউ একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। আর এই প্লাটফর্মটির মাদ্ধমে আমরা যেকোন তথ্য সহজেই পেতে পারি। বস্তুত গুগলেরই আরেকটি প্রোডাক্ট হল ইউটউব। বর্তমানে সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এটি । 

ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবো,আর কিভাবে বেশি বেশি ইনকাম হবে? এজন্য আপনাকে যা করতে হবে তা হল চ্যানেলে ভিডিও আপলোড করা। চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম শুরু করা যায়। কষ্ট করে চ্যানেল গ্রো করতে পারলে শুধু একটি চ্যানেল থেকে মাসে লক্ষ টাকা চলে আসবে। 

ইউটুবের মধ্যে সব ধরনের ভিডিও পেতে পারেন । এমন কোন বিষয় নেই যা এখানে আপলোড করা হয়নি। কোন গুরুত্বপূর্ণ জিনিস শিখতে চাইলে অথবা যদি মজা পেতে চান তবে অনেক ভিডিও আছে যা আপনাকে সময় কাটতে সাহায্য করবে। অনেকে ধর্মীয় আলোচনা দিয়ে থাকে যাতে করে ইসলামিক জ্ঞান বৃদ্ধি করতে পারেন। 

কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তা হল ইউটুবে এই এতগুলো ভিডিও কোথা  থেকে আসে? আসলে এগুলি লোকেরাই আপলোড করে এবং আমরা অনেকেই তা জানিনা। আবার অনেকে ভাবতে পারে এই ভিডিও বানিয়ে তাদের কি লাভ? অবশ্যই লাভ আছে ,কারণ তা নাহলে এতো কষ্ট করে সময় ব্যয়  করে ভিডিও বানাতোনা। 

ভিডিও যদি ভাল হয় তবে মানুষ দেখে বেশি আর যত বেশি দেখবে তত ইনকাম হবে। এখানে আপনাকে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তারপর আপনি মনিটাইজেশন অন করতে পারেন।

মনিটাইজেশন প্রক্রিয়া চালু হওয়ার পর ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। সাধারণত ভিডিওর শুরুতে বিজ্ঞাপন দেখানো হয়। আবার কোন কোন ভিডিওতে মাঝখানে বিজ্ঞাপন দেখানো হয়। যাই হোক এই বিজ্ঞাপনের মাধ্যমে গুগল এডসেন্স এ টাকা জমা হতে শুরু হতে করবে। ব্যাংকের মাধ্যমে সেই টাকা আপনারা নিতে পারবেন। 

 কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় - এ প্রশ্নের উত্তরে এমন কতগুলো পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যেটার সাহায্যে ইউটিউব থেকে টাকা আয় করা যায় । সংক্ষেপে দেয়া হল :

যেভাবে একটি ব্লগসাইটকে গুগল এডসেন্সের সাহায্যে মনিটাইজ করে ইনকাম করা যায় ,একই ভাবে আপনার ইউটউব চ্যানেলকেও মনিটাইজ করতে পারবেন। মনিটাইজ হয়ে গেলে কোন ইউজার ভিডিওর বিজ্ঞাপনে ক্লিক করলে ইনকাম শুরু হয়ে যাবে। 

আরো পড়ুন -এফিলিয়েট মার্কেটিং  

বর্তমানে ইউটুবে এফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকা আয় করছে মানুষ। সঠিক ভাবে এফিলিয়েট মার্কেটিং করলে খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়। একদিকে ইউটউব চ্যানেলের ইনকাম অন্যদিকে এফিলিয়াটের প্রাপ্ত কমিশন,ভাবা যায়?

এফিলিয়েট মার্কেটিং হল অন্যের পণ্য বিক্রি করার মাধ্যমে কমিশন লাভ করা। ব্যাপারটি হল -নিজের ভিডিওতে অন্য কারো পণ্য রিভিও করতে হবে আর ডেসক্রিপশন বক্সে সেই সেই পণ্যের এফিলিয়েট লিংক দিতে হবে। 

 আপনার  ইউটিউব চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে তবে  বড় কোম্পানি তাদের পণ্যকে প্রমোট করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। তখন সেই প্রোডাক্ট কে প্রমোট করার জন্য ভাল এমাউন্ট নিতে পারবেন। এতে প্রচুর টাকা ইনকাম হবে। 

ইউটউব থেকে টাকা আয় তখনি করা যায় যখন চ্যানেল মনিটাইজড হয়। তবে কত ইনকাম হয় এই প্রশ্নের সঠিক জবাব কেউ দিতে চায়না। প্রতি ১০০০ভিউতে দুই থেকে তিন ডলার আয় হয়। যত ভিউ  বেশি হবে তত বেশি টাকা আয় হবে। অনেক মানুষ চাকরি না করে এগুলি করছেন আবার অনেকে চাকরি ছেড়ে ইউটউব করছেন। 

যদিও সফল হতে একটু সময় লাগে তবে ভাল ভিডিও দিতে হবে। ভাল কোয়ালিটির ৫০ থেকে ৬০টি ভিডিও থাকলেই যথেষ্ট। ইনকাম কত হয় এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এগুলির মধ্যে cpc ও ctr এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলোর উপর ভিত্তি করে আয়ের তারতম্য পরিলক্ষিত হতে পারে। 

আশা করা যায়, আলোচনা আপনাদের ভাল লেগেছে। এই টিপস গুলি ফলো করলে অবশ্যই সফল হবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ