Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্লগ সাইট থেকে ইনকাম,কতটা সহজ কিংবা কষ্টসাধ্য?২০২৪

ব্লগ সাইট  হতে ইনকাম করার উপায়

ব্লগ সাইট থেকে ইনকাম,কতটা সহজ কিংবা কষ্টসাধ্য?২০২১
ব্লগ সাইট থেকে ইনকাম,কতটা সহজ কিংবা কষ্টসাধ্য?২০২২

আমার সাইট এ আপনাদের স্বাগতম। আজ আলোচনা করব ব্লগ সাইট থেকে ইনকাম করার উপায় নিয়ে। কিভাবে বাংলা ব্লগ লিখে আয় করবেন তা এই আর্টিকেল পড়ে বুঝতে পারবেন। তাহলে আসুন শুরু করি। 

ভাল মানের ব্লগসাইট থেকে বিভিন্ন ভাবে আয়  করা সম্ভব। এটি থেকে আপনি সারা জীবন ইনকাম করে যেতে পারেন। তবে আপনার পোস্টগুলি উন্নত মানের হতে হবে।  আর তাহলেই প্রচুর ইনকাম আসতে থাকবে। তবে অনেক মানুষ প্রশ্ন করে কত ইনকাম হয় কত ভিজিটরে। প্রতি ১০০০ ভিজিটর আসলে ৫ ডলার আয় হবে। 

প্রথমে আলোচনা করবো blogging নিয়ে। ব্লগিং জিনিসটা আসলে কি অনেকেই জানেনা। আমরা মাঝে মধ্যে ডাইরি লিখি। আর এই লিখা-লিখি যখন কোন অনলাইন ওয়েবসাইটে লিখি তখন এটাকে blog বলা হয়। এটা হল অনলাইন থেকে ইনকাম করার একটি ভাল উপায়। বেশি কঠিন কিছু নয়  কাজটি। তবে ভাল ভাল পোস্ট করে যেতে হবে।

ব্লগ সাইট থেকে ইনকাম,কতটা সহজ কিংবা কষ্টসাধ্য?২০২২ সালে এসেও এ প্রশ্ন অনেকের মনে। 

 কিভাবে ব্লগিং করব-এ প্রশ্ন থাকে নতুন ব্লগারদের। প্রথমে একটি ব্লগ সাইট বানাতে হবে। চাইলে আপনি কিছু টাকা খরচ করে ডোমেইন কিনে নিতে পারেন। এটাই সবথেকে ভাল। তবে আপনি ফ্রীতে গুগলের ব্লগার ইউস করতে পারেন। এখন আলোচনা করব বিভিন্ন উপায়ে ব্লগ সাইট থেকে ইনকাম করার উপায় নিয়ে। 

 নিচে ব্লগ সাইট থেকে ইনকাম  করার পদ্ধতি নিয়ে আলেচনা করছি:

বিজ্ঞাপনের মাধমে আয় :আপনার সাইট এ যখন প্রচুর ভিজিটর আস্তে শুরু করবে তখন এডসেন্স এ apply করবেন। এডসেন্স পাওয়া গেলে এড্স আসা শুরু করবে। লোকজন ওই এড এ ক্লিক করলে রেভেন্যু জমা হতে আরম্ভ হবে। এভাবে আস্তে আস্তে ইনকাম হতে থাকবে। এটা ব্লগ সাইট থেকে ইনকাম এর (make money with blogging)প্রথম উপায়। 

নিজের পণ্য সেল করে আয় : আপনি নিজের কোন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারেন।  এটা অত্যন্ত ভাল একটি পদ্ধতি। প্রোডাক্টের মান যদি ভাল হয় আর দাম একটু কম রাখলে সেল অত্যন্ত বেশি হবে। আর যত বেশি সেল তত বেশি ইনকাম। 

জাস্ট যাচাই-বাছাই করে একটি পণ্য নির্বাচন করুন। যেটি হতে হবে মানুষের নিকট ডিমান্ডেবল। তারপর ওই পণ্যের ভাল design করে সাইট এ আপলোড করুন। বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট অথবা বই,ইবুক,কাপড়,ভোগসামগ্রী  ইত্যাদি যেকোন কিছু দিতে পারেন। 

 এফিলিয়েট মাকের্টিং এর মাধ্যমে :এফিলিয়েট মার্কেটিং এর নাম অনেকেই শুনেছেন। আবার অনেকেই জানেননা। এটার মানে হল অন্য কারো পণ্য নিজে বিক্রি করে কমিশন লাভ করা। অনেক ভাল আয় করা যায় এর মাধ্যমে। ব্লগসাইটে একটি পণ্যের গুনাগুন সম্পর্কে আর্টিকেল  লিখবেন আপনি। এবং ওই পণ্যের এফিলিয়েট  link আপনাকে দিতে হবে। তবে যে জিনিস এর বেশি চাহিদা সেটিই প্রচার করতে হবে।

বিভিন্ন কোম্পানি আছে যাদের পণ্য আপনি এফিলিয়েট করতে পারেন। যেমন আমাজন ,আলিএক্সপ্রেস,নিউট্রিপ্রফিট ইত্যাদি। 

দক্ষতা অথবা আইডিয়া বিক্রি করে আয় :যে বিষয়ের উপর আপনার দক্ষতা রয়েছে সেই বিষয় ব্লগে প্রচার করুন। যেমন ছবি আঁকা অথবা ভাল কিছু বানাতে পারা ইত্যাদি। আবার blogging সংক্রান্ত টিপস দিয়েও ইনকাম করা যায়। যত বেশি দক্ষ হবেন আয় বেশি হবে। আজকাল অনেকে ব্লগসাইটে নিজের আইডিয়া বিক্রি করে প্রচুর আয় করছেন। 

সরাসরি বিজ্ঞাপন দিয়ে আয় :অনেক সময় সরাসরি কোন প্রতিষ্ঠান অথবা কোম্পানির সাথে চুক্তি করে তাদের বিজ্ঞাপন নিজের সাইট এ প্রচার করা যায়। সেক্ষেত্রে আপনিই পছন্দমত মূল্য নির্ধারণ করতে পারবেন। তবে অনেক সময় এটা কার্যকর হয়না। 

আশা করছি পোস্ট টি আপনাদের উপকারে আসবে। আমার সীমাবদ্ধ জ্ঞানের কারণে অনেক আইডিয়া বাদ যেতে পারে। এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো পোস্ট করবে অনলাইন ইনকামের উপর। আশা করছি সাথেই থাকবেন। আর নিয়মিত ভিজিট করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ