Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আত্মনির্ভশীল হওয়ার উপায়



আত্মনির্ভরশীল হওয়ার উপায় অনেক। নিচে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হল :

বাংলাদেশে বেকার লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কর্মসংস্থানের অপর্যাপ্ততা এর প্রধান কারণ। দক্ষ জনশক্তির অভাব আরেকটি কারণ এই সমস্যার। চাকরি না পেয়ে হতাশ লোকেরা সমাজে অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয়। ফলে নানা বিশৃঙ্খলা দেখা দেয়। 

তাই চাকরির বিকল্প কোন উপায় খুঁজে বের করা অত্যন্ত জরুরি।আত্মনির্ভরশীল হওয়ার কৌশল জানলে আর বেকার থাকতে হয়না। আজকাল অনেকেই নিজে উদ্যোগী হয়ে দারুন কিছু করছেন। নিজে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা পালন করছেন। আবার অনেকে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে সফলতার দ্বারপ্রান্তে এসে হাজির হয়েছেন।  

কাজেই হতাশ হবেন না। ধৈর্য ধারণ করতে হবে। হুট্ করে কিছু হয়না। 
কিছু উপায় সম্বন্ধে নিচে আলোচনা করা হল :

সৃজনশীলতা :  প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু সৃজনশীল দক্ষতা রয়েছে। কেউ গল্প লিখতে ভালবাসেন,কেউবা  কবিতা লিখতে ,কারো ফটোগ্রাফার হতে ভাল লাগে,কেউ গান গাইতে ভালবাসেন। যার  যেটা  গুন্ সেটাকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। 

অনলাইন সার্ভে :  বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষার জন্য নানা সার্ভের কাজ অনলাইনে দেয়া হয়। এসব কাজ করে দেয়ার মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। 

মেকানিক্যাল বিভিন্ন কাজ :  কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ থেকে আপনি কাজ শিখে নিজে স্বাবলম্ভী হতে পারেন। টিভি,ফ্রিজ,মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন মেশিন মেরামত শিখে নিন। এসব কাজ শিখলে অনেক সুবিধা পাওয়া যায়। 

অনলাইনে চাকরি :  বর্তমানে ইন্টারনেটের যুগে একটু সচেতন হলে আপনি ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারেন। বিভিন্ন আউট সোর্সিং ইনস্টিটিউট থেকে কাজ শিখে আপনি ফ্রি ল্যান্সিং করতে পারেন। শুরুতে তেমন আয় না হলেও যতই দক্ষতা বাড়বে ইনকামও তত বেশি হবে। 

বাড়িতে বা হোম ডেলিভারি আজকাল অনেকে বাসায় রান্না করে বিভিন্ন অফিসে,কারখানায় সাপ্লাই দিয়ে থাকেন। এটা খুবই লাভজনক একটা ব্যবসা। কিন্তু অনেকে লজ্জার কারণে করতে চাননা। 

এফিলিয়েট মার্কেটিং : কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তার পণ্য বিক্রি করে কমিশন পাওয়াকে এফিলিয়েট মার্কেটিং বলা হয়। যথেষ্ট লাভজনক এই কাজটি আজকাল অনেক মানুষ করে প্রচুর আয় করছেন। 

পশুপালন :  গৃহপালিত পশুর খামার অনেক লাভজনক একটি ব্যবসার আইডিয়া। তবে আপনাকে কাজটি ভালবাসতে হবে। অনেক শিক্ষিত বেকার আজকাল হাঁস -মুরগি,গরু-ছাগলের খামার করে অনেক লাভবান হচ্ছেন। 

গৃহশিক্ষকের কাজ :  আপনি যদি গণিত,ইংরেজি ,বিজ্ঞান ইত্যাদি বিষয়ের কোন একটিতে দক্ষ হন তবে এসব বিষয় পড়িয়ে প্রচুর ইনকাম করতে পারেন। বর্তমান অনলাইনে অনেকে পাঠদান করছেন। 

মাছের ব্যবসা : আপনার যদি বেশ কিছু মূলধন  এবং নিজের পুকুর থাকে তবে মাছের প্রজেক্ট  করতে পারেন। অনেক লোক মাছ চাষ করে নিজেরা স্বাবলম্ভী হয়েছেন। অনেকে আবার নির্দিষ্ট সময়ের জন্য অন্যের কাজ থেকে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন।  

অনলাইন ই -কমার্স সাইট: অনলাইনে ই -কমার্স সাইট খুলে অনেক নারী কাপড় বিক্রি করছেন। এতে তারা  পারিবারিক খরচ সামলানোর পাশাপাশি নিজেরাও কিছু সঞ্চয় করছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ