Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চাকরির পেছনে ছোটা, আর কত?

 


সময়ের সাথে সাথে বিশ্ব আরও উন্নত হচ্ছে। মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে । আধুনিক যুগেও বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে মানুষ ।  নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য আকাঙ্ক্ষায়  ছুটে চলেছে সবাই । কেউ খুব দ্রুত সফল হচ্ছে এবং কিছু লোক কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেই যাচ্ছে ।


আপনি যদি সফল ব্যক্তিদের তালিকার দিকে লক্ষ্য করেন তবে খুব কম লোক খুঁজে পাবেন যারা অন্যের চাকরি করেছেন। সবাই নিজে উদ্যোগী হয়ে কিছু না কিছু করেছেন। ক্রমান্বয়ে ধৈর্যের উপর ভর করে সফলতার দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছেন।  


উন্নত দেশগুলির লোকেরা কেবল চাকরির আশায় বসে থাকেনা।   তারা কোনও কাজকে ছোট হিসাবে বিবেচনা করে না, যে কোনও কাজ খুব উৎসাহ নিয়ে করে থাকে।


একটি দেশের উন্নয়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করলে কিছুই অসম্ভব নয় । মূল কথাটি হ'ল কাজের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমাদের মধ্যে যারা তথাকথিত শিক্ষিত তারা কিছু করতে লজ্জা পান। তাদের মতে  শুধু চাকরি করাটাই সম্মানজনক।


 ফলস্বরূপ, চাকরির পিছনে ছুটতে ছুটতে সময়,শ্রম,যৌবন সব নষ্ট হয়ে যায়। যদি সফল না হয়, তবে হতাশা সবকিছু গ্রাস করে। অনেক সময় আমরা আত্মহত্যার মতো ঘটনা সম্পর্কে শুনে থাকি। এটা যে কত দুঃখজনক ও লজ্জাজনক বিষয় তা বলার অপেক্ষা রাখেনা।


ভাগ্য উন্নতি করতে অনেকে বিদেশে যান। প্রচুর অর্থ ব্যয় করার পরে তারা সেখানে যে কাজ করেন ,একই কাজ কিন্তু তারা দেশে করবে না।যুক্তিটি হ'ল বিদেশে এই সব করা যায়, কিন্তু দেশে  এটি করা লজ্জাজনক। যতক্ষণ এই ধারণা বিদ্যমান থাকবে ততদিন দেশের উন্নতি হবে না।

আরো পড়ুন -আত্মনির্ভশীল হওয়ার উপায়

আবার ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। অনেক শিক্ষিত লোক আছেন যারা সরকারী চাকুরী ছেড়েছেন এবং স্বতন্ত্রভাবে ব্যবসা করছেন। আবার অনেকে স্বাবলম্বী হয়ে দুর্দান্ত কাজ করছেন। যা প্রশংসনীয়।


 আমরা যদি আমাদের মানসিকতা একটু পরিবর্তন করি তবে এটি আমাদের এবং দেশের জন্য প্রচুর উপকার বয়ে  আনবে।


অনলাইনের এই যুগে অলস বসে থাকা বোকামি ছাড়া কিছুই নয়। একটু চেষ্টা ও ধৈর্য ধরে আমরা ইন্টারনেট থেকে আয় করতে পারি। বর্তমানে লোকেরা অনলাইনে বিভিন্ন উপায়ে উপার্জন করছে। কিছু লোক ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। 


আবার অনেকে ফ্রিল্যান্সিং করছেন। কেউবা ব্লগসাইট তৈরি করে সেখানে আর্টিকেল লিখে গুগল এডসেন্সের মাধ্যমে অনেক টাকা আয় করছেন। অনেকে সিপিএ মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং এ কাজ করে সফল হচ্ছেন। 


পরিশেষে বলতে হয়,অলস সময় না কাটিয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে।  অহেতুক ভাগ্যকে দোষ না দিয়ে সাবলম্বী হবার চেষ্টায় অবিরত থাকলে একটা সময় সৌভাগ্য হাতে এসে ধরা দিবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ